চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মামলার ৯১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, গ্রেফতার হওয়া ৯১ আসামির মধ্যে ১২ জন নিয়মিত মামলার আসামি। বাকি ৭৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
এদিকে তিনি জানান, রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ ও মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৭২