[english_date]

চট্টগ্রামে ইসমাঈল নুরজাহান ফাউন্ডেশের শীতবস্ত্র বিতরণ

ইসমাইল-নুরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াতদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান  ১৪ জানুয়ারী সকালে নগরীর আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিকের সাবেক সফল মেয়র, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, রাজনীতিবিদ এম.এ.সোবহান, মাহবুব উর রহমান, আবদুর রাজ্জাক, দিদারুল আলম, ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাসুদ, মোঃ শফি, সেকান্দর হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন আরমান, অজয় চৌধুরী, শামসুল আলম শামস, আনিস আহমদ, মোঃ হেলাল উদ্দীন আলী, ফাউন্ডেশনের সদস্য সচিব আরিফ উর রহমান, ফাউন্ডেশনের সদস্য মোঃ ইমরান ইনু, মোঃ ইকরাম হাসান, মোঃ তানভির হাসান, মুহাম্মদ ইফতেখার শফি, আফতাব উদ্দীন আকিব, মোঃ এজাজ প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের প্রত্যেক সামর্থ্যবানদের উচিত সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে আসা। সরকারের পাশাপাশি আমাদের প্রতিটি রাজনৈতিক ও সামাজিক নেতাদের জনকল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি ইসমাইল-নুরজাহান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার জন্য। তিনি এরকম সামাজিক কল্যাণ কর্মসুচী ধারাবাহিকভাবে পালনের আহবান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ