[english_date]

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক আটক

নগরীর আকবর শাহ থানার একটি বাসায় অভিযান চালিয়ে আব্দুর রশীদ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে তার থেকে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আকবর শাহ থানার আরবি টেক্সটাইল মিল সংলগ্ন আব্দুর রশীদের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি সিঙ্গেল ওয়ান শুট্যারগান, দুইটি দেশীয় তৈরি এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয় বলে  জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদ্বীপ কুমার দাশ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রশীদের বাসায় এ অভিযান চালানো হয়। মূলত সে একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হচ্ছে।

তিনি আরও জানান আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি ও একটি সিআর মামলা বিচারাধীন রয়েছে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ