[english_date]

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০জন। বৃহস্পতিবার সকালে উপজেলার শেখপাড়া ও ভাটিয়ারি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সকাল ৮টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী একটি  ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়। এতে নছিমন চালকসহ চারজন গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার মুরাদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন (৫০) ও একই এলাকার আনোয়ার হোসেন (৪৫)।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী উত্তর বাজার এলাকায় মেট্রো সার্ভিসের একটি বাস রাস্তার ওপর উল্টে গেলে ঐ বাসের হেলপার মো.শাখাওয়াত (২৬) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।

শাখাওয়াত সন্দ্বীপ উপজেলার হারামিয়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ