চট্টগ্রামের পাঁচলাইশ থানা চত্বরে গর্ত খোঁড়ার সময় রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। পাঁচলাইশ থানা কম্পাউন্ডে গভীর নলকূপ বসাতে গিয়ে একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে। রকেট লাঞ্চারটি বেশ পুরনো বলে ধারণা করা হলেও ঠিক কবেকার তা বলা যাচ্ছে না। তবে রকেট লাঞ্চারটি পরীক্ষানিরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়েছেন।
সোমবার বিকাল তিনটার দিকে নলকূপ বসানোর কাজে নিয়োজিত শ্রমিকেরা রকেট লাঞ্চারটি দেখতে পান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিউদ্দিন মাহমুদ রকেট লাঞ্চার সদৃশ একটি বস্তু পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ৭৩