[english_date]

চকরিয়ায় জুয়ার টাকার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

জুয়া খেলায় টাকার ভাগ নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের চকরিয়ায় একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটে গতকাল রবিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী রিজার্ভ পাড়ার একটি দোকানের সামনে । নিহত ব্যক্তির নাম মুজিবুল হক (৩৫)। তিনি রিজার্ভপাড়ার মৃত আহমদ কবিরের ছেলে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মুজিবুলের লাশ উদ্ধার করে ময়নাতদনে্তর জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকে ১০-১৫ জনের সশস্ত্র একটি দল রিজার্ভপাড়ায় ঘোরাঘুরি করছিল। রাত ১০টার দিকে মুজিবুল হককে দোকানের সামনে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে চলে যায়।

এলাকাবাসী জানায়, ওই এলাকায় বেশ কয়েকজন পেশাদার জুয়াড়ি রয়েছে। গত শনিবার জুয়া খেলার টাকা ভাগ নিয়ে বিরোধ দেখা দেয় স্থানীয় আমির হোসেন ও নুরুল ইসলামের পক্ষের মধ্যে। এ সময় মুজিবুল হক বাধা দেন। মূলত টাকার ভাগের বিরোধে তাঁকে আমির হোসেন পক্ষের লোকজন হত্যা করে থাকতে পারে বলে এলাকার লোকজনের ধারণা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ