ঘোষিত আসনের সবগুলোতে বিজয়ী হয়েছে সু চির এনএলডি, ঐতিহাসিক এক বিজয়ের পথে রয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূচি। এখন পর্যন্ত ১২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তার সবগুলোতে বিজয়ী হয়েছে সু চির এনএলডি। তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি বলছে, তারা দেশটির নির্বাচনে ৭০ শতাংশ আসনে বিজয়ী হবে বলে আশা করছে।
উল্লসিত জনতার এক সমাবেশে সূচি বলেন, আমার মনে হয় সবাই আন্দাজ করতে পারছে যে ফলাফল কি হবে। ওদিকে, মিয়ানমারের নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা না হলেও পরাজয় মেনে নিয়েছে দেশটির ক্ষমতাসিন দল। ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি, ইউএসডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে উ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা হেরে গেছি। ২৫ বছরের মধ্যে দেশটিতে প্রথম জাতীয় নির্বাচনের ফল তিনি মেনে নেবেন বলে মন্তব্য করেন।
এখনও ভোট গণনা চলছে। আর আনুষ্ঠানিকভাবে কোন ফল ঘোষণা হয় নি। তবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রাথমিক রিপোর্ট থেকে ইঙ্গিত মিলছিল যে, অং সাং সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভুমিধস বিজয় অর্জনের পথে। মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের ঘনিষ্ঠ সহযোগী হতে উ বলেন, আমরা কেন হেরেছি সে কারণ খুজে বের করতে হবে। তবে আমরা কোন আপত্তি ছাড়াই নির্বাচনের ফল মেনে নিচ্ছি। তিনি এও বলেন, আমরা এখনও নিশ্চিতভাবে চুড়ান্ত ফল জানি না।