[english_date]

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে রোববারের (২২ মে) এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে।

এইচএসসির ২২ মে’র পরীক্ষাগুলো আগামী ২৭ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের আলীমের ২২ মে’র পরীক্ষাগুলো হবে ২৪ মে দুপুর আড়াইটায়।

শনিবার রাতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার মাঝরাতে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলে আঘাত হানে। এর প্রভাবে তখন থেকে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পাওয়া খবরে ২০ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এর মধ্যে চট্টগ্রামে ৪ জন, কক্সবাজারে ২ জন, নোয়খালীতে ৩ জন, লক্ষীপুরে ১ জন, ভোলায় ৩ জন ও পটুয়াখালীতে ১ জন নিহত হন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ