১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুষ প্রস্তাবে মালেশিয়ায় দুই বাংলাদেশীর ২০ বছরের সাজা

‘ঘুষ সাধায়’ মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানিয়েছে। সংস্থাটির খবরে বলা হয়, মো. মশিউর রহমান নামে এক বাংলাদেশি ইউসরাজিফ ওয়ান ইয়ুশ নামে অভিবাসন কর্মকর্তাকে তল্লাশি চালানোর সময় ১০ হাজার রিঙ্গিত ঘুষের প্রস্তাব দেন। তিনি মো. লিটন নামে অবৈধভাবে মালয়েশিয়ায় আসা একজনকে ছেড়ে দিতে ঘুষ সেধেছিলেন বলে জানায় দেশটির অভিবাসন পুলিশ।

গত ৮ নভেম্বর পেদাং শহরের ‘লুবক গেতাহ’ নামে এক নির্মাণাধীন এলাকায় মশিউর ঘুষ সাধেন। এই অপরাধে মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন-২০০৯ অনুযায়ী দুজনকেই ২০ বছরের সাজা দেওয়া হয়। দুজনের পাসপোর্ট আদালতে জমা দিতে আদেশ দিয়েছেন দেশটির আদালত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ