[english_date]

ঘানায় পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৯৬

ঘানায় একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে গিয়ে দাঁড়িয়েছে। দেশটির রাজধানী আকরার এনক্রুমাহ সার্কেলের কাছে একটি পেট্রোল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে অগ্নিনির্বাপক সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। টানা দুই দিনব্যাপী ভারি বৃষ্টিতে বিদ্যুৎবিচ্ছিন্ন ও ঘরছাড়া বিপর্যস্ত মানুষগুলো ওই পাম্পে আশ্রয় নিয়েছিলেন।

স্থানীয় দমকল বাহিনীর সূত্রে এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা এখনও লাশ উদ্ধার সম্পন্ন হয়নি। আক্রায় বিবিসির সংবাদদাতা বলেছেন, ভারি বর্ষণে সৃষ্ট বন্যার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামা ভস্মীভূত হয়ে যাওয়া পেট্রল পাম্পটি পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন।বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের এবং বানভাসী মানুষদের ব্যাপারে কর্তৃপক্ষ সর্বাত্মক নজর রাখছে বলে মন্তব্য করেন মাহামা।

এদিকে ঘানার আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কয়েক দিনেও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ