৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘর সাজানোর কিছু গুরুত্বপূর্ণ বিষয়

আপনার ঘরের সাজ সজ্জা আপনার রুচির পরিচায়ক। ঘর সাজাতে কম বেশি সবাই ভালোবাসেন। কিন্তু, অনেকসময়ই ছোটোখাট কিছু ভুল ঘরকে করে তোলে ম্লান। 

ঘর সাজানোয় রংয়ের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। একেক দেওয়ালে একেক রং এখন ফ্যাশনে বহুল প্রচলিত। তবে, কোন দেওয়ালের জন্য কী রং বাছবেন, তা খেয়াল রাখা জরুরি। নাহলে কিন্তু পুরো অন্দরসজ্জাটাই মাটি হয়ে যাবে।

রং বাছার ক্ষেত্রে খুব সচেতন থাকুন। ভুলেও লাল বা সবুজে ঘর রাঙাবেন না। তার বদলে বাছতে পারেন হালকা নীল বা ধূসর। ক্রিম রং বা হালকা হলুদ বাছতে পারেন, যা চোখের জন্যও আরামদায়ক।

দেওয়াল যদি আঁকাতে চান, তবে দ্বিতীয়বার ভাবুন। এক্ষেত্রে আপনার ঘরের আকার, তার অবস্থান বিভিন্ন বিষয়গুলো মাথায় রাখতে হবে।

রান্নাঘর অপ্রয়োজনীয় জিনিসে ভরাবেন না। এতে কিন্তু কাজের সময় দরকারি জিনিসপত্র খুঁজে পাবেন না। তাই চেষ্টা করুন গুরুত্ব অনুযায়ী জিনিসপত্র গোছানোর।

হতেই পারে আপনার প্রিয় রং গোলাপী। আর আপনিও ঘরের দেওয়াল থেকে বেডশিট, পরদা সব গোলাপীতেই রাঙিয়ে তুলেছেন। এই ধরনের ভুল করবেন না। এতে কিন্তু একটা একঘেয়েমি ব্যাপার চলে আসবে। তার বদলে মিক্স ম্যাচ করে ঘর সাজাতে পারেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ