[english_date]

ঘরের মাঠে চেলসির বড় হার

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির দু:সময় যেন কাটছেই না। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউদাম্পটনের কাছে ৩-১ গোলে হেরেছে হোসে মরিনহোর দল। এতে ৮ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে আছে ব্লুজরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এদিন শুরু থেকেই সাউদাম্পটনের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকা চেলসি, এগিয়ে যেতে বেশি সময় নেয়নি। ম্যাচের ১০ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের গোলে লিড পায় ব্লুজরা। যদিও বিরতিতে যাবার আগেই সেইন্টসদের হয়ে সমতা আনেন স্টিভেন ডেভিস।

বিরতির পর দু দলই লিড বাড়াতে আক্রমণাত্মক খেলতে থাকলেও ম্যাচের ৬০ মিনিটে, স্বাগতিক ডিফেন্সের ভুলে সাউদাম্পটনকে লিড এনে দেন সাদিও মানে। সেইন্টসদের দু গোলেই অ্যাসিস্ট করা গ্রাজিয়ানো পেল্লেও নাম লিখান স্কোর শিটে। ৭২ মিনিটে তার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

ফলে প্রায় ১৪ বছর পর, স্ট্যামফোর্ড ব্রিজে জয় পায় সেইন্টসরা। আর মৌসুমের ৬ষ্ঠ হার নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ