আসছে জেমস বন্ড ০০৭ সিরিজের নতুন ছবি ‘স্পেকট্রে’। আর জেমস বন্ডের ছবি বলে কথা, এখানে কোন ঘনিষ্ঠ দৃশ্য থাকবে না তা কি হয়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেইগ আর মনিকা বেলুচ্চির ঘনিষ্ঠ দৃশ্য তো রয়েছেই সঙ্গে আরও আছে লি সেডক্স আর ক্রেইগের অন্তরঙ্গ দৃশ্য।
তবে লির এই অন্তরঙ্গ দৃশ্য করতে সমস্যা হয় নি। কারণ টা ড্যানিয়েল ক্রেইগই। এর আগেও অবশ্য মনিকা বলেছিলেন ক্রেইগের জন্য ঘনিষ্ঠ দৃশ্য করতে নাকি কোন সমস্যাই হয়নি।
হলি তারকা লি নিজেই জানিয়েছেন, পর্দার জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে প্রাথমিক ভাবে ভয়ানক ঘাবড়ে গিয়েছিলেন তিনি। তবে তার সব জড়তা কাটিয়ে কাজটা সহজ করে দিয়েছেন স্বয়ং ড্যানিয়েলই।
আসন্ন বন্ড ছবি স্পেকট্রের ডক্টর ম্যাডেলিন সোয়ানের ভূমিকায় অভিনয় করেছেন ৩০ বছরের লি। নিজেই জানিয়েছেন, তার ধারণা ছিল লাভ মেকিং সিনগুলোতে ঠিক মতো উতরোতে পারবেন না তিনি।
এই হলিউড সুন্দরীর স্বীকারোক্তি ‘ড্যানিয়েলের সঙ্গে আমার সবকটা দৃশ্য স্বপ্নের মত ছিল। তবে ভয়ও পেয়েছিলাম। ভাবছিলাম, আমি কি আদৌ যথেষ্ট ভাল? এই প্রেমের কাহিনী কি লোকে বিশ্বাস করবে? কিন্তু আমার সঙ্গে ড্যানিয়েল এতটাই স্বচ্ছন্দ ছিল যে আমার সব অস্বস্তি ও একার দায়িত্বে কাটিয়ে দিয়েছে’।