গ্ল্যামার ওয়ার্ল্ড ওয়েলকাম মীরা শাহিদ কাপুর। মার্জার সরণী বেয়ে হাতে হাত রেখে শাহিদের সঙ্গে র্যাম্পে হাজির টিনসেলের নতুন বধূ মীরা রাজপুত। সমুদ্র শহরে শুরু হয়ে গিয়েছে ২০১৫ ল্যাকমে ফ্যাশন উইক। সম্প্রতি ল্যাকমের এই মঞ্চে ডিজাইনার মাসাবার হাত ধরে গ্ল্যাম-দুনিয়ায় অভিষেক হল মিসেস শাহিদ কাপুরের।
দিল্লী কলেজ গার্ল। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া সঙ্গে নো কানেকশন। তবে এখন সময় বদলেছে। তিনি মীরা নন, মিসেস মীরা শাহিদ কাপুর। শাহিদের বিয়ের খবর সামনে আসতেই খবরের শিরোনামে রয়েছেন মীরা। আর এখন মাসাবার পোশাকে এলেন লাইমলাইটে। সাদার উপর প্রিন্টেড প্যালাজো ও কালো রঙের টপে বলিউডের কোন গ্ল্যাম-গার্লদের থেকে কম যাচ্ছিলেন না মীরা। তবে এইদিন গ্ল্যামারের ছটা থেকে রোম্যান্সের জাদু বেশি ছিল।
তবে শুধু মীরা নয়, এইদিন মাসাবার পোশাকে র্যাম্প মাতালেন বলিউডের নবাগতা সূরজ পাঞ্চোলি।