গ্র্যামিজয়ী জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী নাটালি কোল আর নেই। বৃহস্পতিবার রাতে, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই কিডনি ও লিভার সমস্যায় ভুগছিলেন আরএনবি ও জ্যাজ ঘরানার জনপ্রিয় এই শিল্পী। ২০০৯ সালে কিডনি প্রতিস্থাপণও করা হয় এই জনপ্রিয় শিল্পীর।
১৯৯১ সালে তার আনফরগেটেবল অ্যালবামটি “অ্যালবাম অব দ্য ইয়ার” ও “সং অব ইয়ার” ক্যাটাগরীসহ সহ জিতে নেয় ৬টি গ্র্যামি।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সম্প্রতি বেশ কয়েকটি কনসার্ট বাতিলের ঘোষণা দিয়েছিলেন নাটালি কোল।
পোস্টটি যতজন পড়েছেন : 137
























