চলতি মাসেই ব্রিটেন যাচ্ছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তার আগে এখন আশঙ্কায় ভুগছে ইজরায়েল সরকার। কারণ বেঞ্জামিন নেতানইয়াহু লন্ডনে নামলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা যোগ্য অপরাধে দোষী বেঞ্জামিন।
বেঞ্জামিনের গ্রেফতারি নিয়ে আলোচনা আরও দৃঢ় হয়েছে কারণ, রবিবারই ব্রিটেন কোর্টের ওয়েবসাইটে বেঞ্জামিনকে গ্রেফতারির আবেদন জানিয়ে করা মামলায় এক লক্ষ সাধারণ মানুষের স্বাক্ষর পড়েছে। ফলে নেতানইয়াহুর গ্রেফতারির সম্ভাবনা আরও জোরদার হয়েছে। ইতিমধ্যেই অবশ্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নেতানইয়াহুকে গ্রেফতার করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৬০৫