২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছে জেএমবি’র সামরিক শাখার প্রধান

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র ৫ সদস্যকে অস্ত্র এবং গ্রেনেডসহ আটকের পর তাদের নিয়ে অভিযান চালানোর সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছে জেএমবি’র সামরিক শাখার প্রধান জাবেদ।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, সোমবার বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত টানা আট ঘণ্টা নগরীর কর্ণফুলীর আজিমপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় জেএমবির সামরিক প্রধান জাবেদসহ ৫ জনকে আটক করা হয়।

এদিকে, চট্টগ্রামের সদরঘাটে ট্রিপল মার্ডার এবং বায়েজিদ মাজারে জোড়া খুনের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। এ দু’টি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে জেএমবি’র তিন সদস্যকে আটক করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ