
ঋণ সংকট সমাধানে নতুন প্রস্তাব আনার জন্য গ্রিস সরকারকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিল ইউরো জোনের সদস্যরা৷ ব্রাসেলসে ইউরো জোন নেতাদের একটি জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমাদের হাতে বেশি দিন সময় নেই, আর এটাই বাস্তব৷ এত দিন চূড়ান্ত সময়সীমা নিয়ে আলোচনা এড়িয়ে গেলেও এবার দৃঢ়স্বরে তা জানাতে বাধ্য হচ্ছি৷’
পাশাপাশি গ্রিসকে সতর্ক করে টাস্ক বলেন, ‘এই সপ্তাহের মধ্যেই গ্রিসকে ঋণ সংকটের একটি সমাধানসূত্র খুঁজে বের করতে হবে, না হলে একটি বেদনাদায়ক পরিণতি মেনে নিতে হবে। জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল বলেন, গ্রিস সরকারের দেওয়া প্রস্তাবটি আগামী রবিবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে তোলা হবে। ঋণ সংকট মোকাবিলায় ঋণদাতা দেশগুলির প্রস্তাবের উপর গ্রিসের অধিকাংশ বাসিন্দা ‘না’ ভোট দেওয়ার পর ইউরো জোনের নেতারা আশা করেছিলেন, মঙ্গলবারই এই নিয়ে নতুন প্রস্তাব পেশ করবেন সেই দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাস৷ কিন্তু, তাঁদের তরফ থেকে নতুন কোনও প্রস্তাব না আসায় এই বিষয়ে গ্রিস সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল ইউরো জোনের সদস্য ঋণদাতা রাষ্ট্রগুলি৷