[english_date]

গ্রিসে নৌকাডুবিতে মৃত ৩৪

গ্রিসের উপকূলে শতাধিক অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অর্ধেকই নারী ও শিশু। গ্রিস কোস্টগার্ড সূত্রে খবর, ফার্মাকোনিসি দ্বীপের উপকূলে ১০০ জনেরও বেশি শরণার্থী বোঝাই একটি ভাঙাচোরা নৌকা ডুবে যায়। এদের মধ্যে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের আন্তর্জাতিক সংস্থা গত শুক্রবার জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্তত ৪,৩০,০০০ অভিবাসী ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করেছে। এ ছাড়া, যাত্রাপথে নৌকাডুবিতে মারা গিয়েছে অন্তত ২,৭৪৮ জন। এই অভিবাসীদের বেশিরভাগ সিরিয়াবাসী। সন্ত্রাসবাদের কারণে লাখ লাখ লোক মাতৃভূমি ছেড়ে পালাতে শুরু করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ