ইউক্রেনের লুহানস্কের গভর্নর সার্হি হাইদাই বলেছেন, সেভেরোদোনেৎস্ক শহরে গ্যাস এবং পানি নেই। এমনকি সেখানে এসব সেবা আবারও চালু হওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সার্হি হাইদাই বলেন, লুহানস্ক অঞ্চলে প্রায় ১০ লাখ মানুষ পানির অভাবে দিন কাটাচ্ছেন। সেখানে তীব্র পানির সংকট দেখা দিয়েছে।
এদিকে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে এখনো ইউরোপের সব দেশ একমত হতে পারেনি। ফলে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (২৯ মে) ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা ব্যর্থ হলেও সোম-মঙ্গলবারের সম্মেলনে ফের চেষ্টা করা হবে বলে জানানো হয়।
ইইউর এক শীর্ষ কূটনীতিক বলেছেন, সোমবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে একত্র হবেন। কিন্তু তার আগে একটি চুক্তির আশা করার মতো পরিস্থিতি এখনো রয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে এখনো কঠোর অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তেলের ওপর অবরোধ হবে অঞ্চলটির ষষ্ঠ নিষেধাজ্ঞা প্যাকেজ।
কিন্তু ইউরোপের দেশ হাঙ্গেরির কারণে মূলত নিষেধাজ্ঞা প্যাকেজটি আটকে আছে। দেশটি জানিয়েছে, রুশ তেলে নিষেধাজ্ঞা দিলে তাদের অর্থনীতি ধসে পড়বে। কারণ রাশিয়ার বিকল্প কোনো দেশ এখনো পাওয়া যায়নি। স্লোভাকিয়া ও চেক রিপাবলিকও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে।