চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পেছনে পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে পাভেল ও রিফাত নামে দু’ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ (সোমবার) বিকেল ৪টার দিকে ঝরনায় গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে। দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাটহাজারী কার্যালয়ের ভারপ্রাপ্ত লিডার আবু জাফর জানান, বিশ্ববিদ্যালয়ের পেছনের ঝরনায় গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী ডুবে গেছে শুনে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকেল ৫টা ২০ মিনিটে ঝরনার পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দু’জনই দু্’জনকে জড়াজড়ি
করে ধরে ছিল।
নিহতদের সহপাঠী সাকিব রিফাত বলেন, আজ (সোমবার) সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার পর আড়াইটা থেকে তিনটার মধ্যে সাতজন মিলে বিশ্ববিদ্যালয়ের ঝরনায় গোসল করতে যায়। গোসল সেরে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে ঝরনার পানিতে ডুবে যায় রিফাত ও নাঈমুল।
























