
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের বাসটি গোপালগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে মাঝিগাতীতে ঢাকাগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৪-৮৭২৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের দুই আরোহী নিহত ও একজন আহত হন। আহত ব্যক্তিকে মুকুসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বাসটি আটক করেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৮০