২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

”গোটা সিরিয়াকে বিদ্রোহীদের কবলমুক্ত করব”

গোটা সিরিয়াকে বিদ্রোহীদের কবলমুক্ত করে আবার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিরল এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, আঞ্চলিক বিভিন্ন শক্তি লড়াইয়ে জড়িত থাকার কারণে বিদ্রোহীদেরকে পরাজিত করতে কিছুটা সময় লাগবে।

বিশ্বের বৃহৎ শক্তির দেশগুলো সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে যুদ্ধবিরতি করার লক্ষ্য নিয়ে এগুনোর এ সময়ে আসাদ একথা বললেন। যে কোনও রকম আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা চলার মাঝেও ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছেন তিনি।

মিউনিখ বৈঠকে সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে নেতারা একমত হওয়ার আগে দিয়ে বৃহস্পতিবার রাতে দামেস্কে এক বক্তব্যে আসাদ ওই কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেন, সিরিয়ার সরকারি বাহিনী নির্দ্বিধায় গোটা সিরিয়া বিদ্রোহীদের কাছ থেকে পুনরায় দখলে নেবে। তবে আঞ্চলিক শক্তিগুলো জড়িত থাকার কারণে ফল পেতে দীর্ঘ সময় লাগবে এবং এর জন্য অনেক মূল্যও দিতে হবে। সিরিয়া সরকার যুদ্ধাপরাধ করছে বলে সম্প্রতি জাতিসংঘ যে অভিযোগ করেছে তাও আসাদ নাকচ করেছেন।

আসাদ শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সমর্থন করলেও তিনি বলেন, আলোচনা সমর্থন করার মানে এই না যে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই বন্ধ করবো। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্র বলেছেন, আসাদ যদি ভেবে থাকেন সিরিয়া সমস্যার সামরিক সমাধান রয়েছে তাহলে তিনি সম্পূর্ণ ভ্রান্ত।

সিরিয়ায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে কমপক্ষে আড়াই লক্ষ মানুষ নিহত হয়েছে। এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিছু সিরীয় শহরে বছরব্যাপী যুদ্ধের কারণে মানবিক সাহায্যও পৌছানো যাচ্ছে না। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় কমপক্ষে ১ কোটি ৩৫ লক্ষ মানুষ এর জরুরি ত্রাণ সাহায্য প্রয়োজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ