[english_date]

গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে আরো ৯টা ‘পৃথিবী’ !

আমাদের সৌরজগতে একমাত্র পৃথিবীতে রয়েছে প্রাণের অস্তিত্ব। সূর্যকে আবর্তন করে ছুটে চলা বাকি গ্রহে প্রাণ আছে কি নেই, সেখানে বাস করা সম্ভব কিনা এসব নিয়ে এখনও অঙ্ক কষে চলেছে বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরে প্রাণীর বসবাস সম্ভব এমন গ্রহের সন্ধানে ছিল নাসা। তারা জানাচ্ছে, এমন গ্রহে মহাবিশ্ব একটি নয়, ৯টি রয়েছে! গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে আরো ৯টা ‘পৃথিবী’।

মহাজগতে পৃথিবীর মতো আর কোনও গ্রহ আছে কিনা সেই খোঁজ করতে ২০০৯ সালে মহাকাশে স্থাপন করা হয়েছিল কেপলার টেলিস্কোপ। সম্প্রতি এই কেপলার টেলিস্কোপ ১,২৮৪টি নতুন গ্রহের সন্ধান পেয়েছে। এই গ্রহগুলির মধ্যে ৯টি গ্রহ বাসযোগ্য বলে মনে করছে নাসা।

সম্প্রতি নাসা জানিয়েছে, আমাদের ছায়াপথ মিল্কি ওয়েতে আছে পৃথিবীর মত একটি গ্রহ। অবশ্য সেখানে প্রাণ আছে কি না, তা নিশ্চিত করতে পারেনি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি।

তবে খুঁজে পাওয়া ৯টি গ্রহ সম্পর্কে তারা বলেন, পৃথিবী যেমন নিজের কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে, এইসব গ্রহগুলিও কোনও নক্ষত্রকে কেন্দ্র করে নিজেদের কক্ষপথে ঘুরতে থাকে। এদের চরিত্র ভূপৃষ্ঠের মতোই পাথুরে। এইসব গ্রহের তাপমাত্রাও পৃথিবীর মতো। এসব থেকে আশা করা হচ্ছে এখানে জলও রয়েছে তরল অবস্থায়।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, কেপলারের এই অভিযানই আমাদের বলে দেবে যে, বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীতেই একমাত্র প্রাণের বাস আছে নাকি সত্যিই আছে আরো অনেক ‘পৃথিবী’।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ