ক্যাপিটাল ওয়ান কাপে মঙ্গলবার সান্ডারল্যান্ডের বিরুদ্ধে যে মাঠে ম্যাঞ্চেস্টার সিটি খেলল তার নাম ‘স্টেডিয়াম অফ লাইট’৷ম্যানুয়েল পেলিগ্রিনির ছেলেরা যে ভাবে মাঠে আলো ছড়ালেন তাতে স্টেডিয়ামের নাম সত্যিই সার্থক৷সান্ডারল্যান্ডকে ৪-১ গোলে হারালেন সের্জিও অ্যাগুয়েরোরা৷ম্যান সিটির হয়ে অ্যাগুয়েরো ছাড়াও কেভিন ডি ব্রুইন ও রহিম স্টারলিং গোল করেছেন। অপর গোলটি আত্মঘাতী। সান্ডারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন তোইভোনেনের।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ন’মিনিটেই এগিয়ে যায় সিটি। পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্তাইন স্ট্রাইকার অ্যাগুয়েরো। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ডি ব্রুইন। ডি বক্সের মধ্যে স্টারলিংয়ের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলটি করেন বেলজিয়ামের এই মিডিও। ম্যাচের ৩৩ মিনিটে আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ম্যান সিটি৷ এর তিন মিনিট বাদেই স্কোরলাইন ৪-০ করেন স্টারলিং। এই গোলেও অবদান ছিল ডি ব্রুইনের। ডি বক্সের মুখে দক্ষতার সঙ্গে ইংলিশ সতীর্থকে বল বাড়ান তিনি। স্টার্লিংয়ের লক্ষ্যভেদটাও ছিল দারুণ।প্রথমার্ধে ৪-০ এগিয়ে থাকা ম্যান সিটি দ্বিতীয়ার্ধে সান্ডারল্যান্ডের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করতে না-পারায় আর গোল করতে পারেনি৷কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে তোইভোনেনের গোলে ব্যবধান কমায় সান্ডারল্যান্ড৷