লা লিগায় উড়তে থাকা বার্সেলোনা কিনা পয়েন্ট খুইয়েছে রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে থাকা গেতাফের বিপক্ষে। রবার্ট লেভানদোভস্কি, রাফিনিয়া, আনসু ফাতিদের মতো তারকাদের ব্যর্থতায় কোচ জাভি হার্নান্দেজ দায়টা দিয়েছেন রোদ আর প্রতিপক্ষের মাঠের ওপর।
রোববার (১৬ এপ্রিল) গেতাফের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। এর আগে জিরোনার বিপক্ষে ড্র করেছে কাতালানরা।
লিগ শিরোপার দৌড়ে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে কয়েক ধাপ পেছনে ফেলা হঠাৎ বার্সার পারফরম্যান্সে কেন এমন অধঃপতন? বিশেষ করে রবার্ট লেভানদোভস্কির মতো গোলমেশিন ও আনসু ফাতি কিংবা রাফিনিয়ার মতো বিশ্ব সেরা ফরোয়ার্ডদের নিয়েও কেন গোল করতে ব্যর্থ বার্সা? গেতাফের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ জাভি অভিযোগ জানিয়েছেন, প্রতিপক্ষের মাঠ নিয়ে।
তিনি বলেন, ‘মাঠ আমাদেরকে পিছু টেনে ধরেছে। আমরা যদিও এমন কিছুর প্রত্যাশা করেছিলাম, আগের দিন অনুশীলন করেছিলাম শুষ্ক মাঠে। তবে এখানে খেলা কঠিন এবং দেখার জন্যও এটা খুব ভালো কিছু নয়। বল মাঠে থমকে গেছে বারবার, খুব একটা গতিময় ছিল না। এটা তো এমনকি গেতাফের জন্যও ভালো নয়।’
একইসঙ্গে জাভি নিজ দলের খেলোয়াড়দের রোদের মধ্যে না খেলার অনভ্যাসকেও দায় করেছেন। তবে টেবিলের শীর্ষে থাকা বার্সার ১৫তম স্থানে থাকা গেতাফের বিপক্ষে গোল না পাওয়ার জন্য এসবকে অজুহাত দিতে চান না তিনি।
জাভি বলেন, ‘আমরা রোদে খেলে অভ্যস্ত নই, সাধারণত রাতে ম্যাচ খেলি। তবে এটাকেও অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না, আমাদের মানিয়ে নিতে হবে। কারণ, পরের রোববার আবার এই সময়েই খেলতে হবে আমাদের।’
এই ড্রয়ে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি বার্সার। ২৯ ম্যাচে কাতালানদের পয়েন্ট এখন ৭৩। সমান ম্যাচ খেলা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১।