[english_date]

গেইলকে নিয়ে ফের বির্তক

ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলকে নিয়ে ফের বির্তক। মহিলা দেখে নাকি বিবস্ত্র হয়ে যান ক্রিস গেইল।

এমন গুরুতর অভিয়োগ অস্ট্রেলিয়ান এক মহিলার।তিনি গেইলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। ঘটনাটা ২০১৫-র বিশ্বকাপের সময়ের। ওয়েস্ট ইন্ডিজ সাজঘরের বাইরে গেইলের সঙ্গে কথা বলছিলেন সেই মহিলা। হঠাৎই সেই মহিলাকে অবাক করে দিয়ে গেইল নাকি নিজের পরনের তোয়ালে খুলে ফেলেন। তবে সেই মহিলার এই অভিযোগের কোনও প্রমাণ নেই।
এরআগে অস্ট্রেলিয়ার মাটিতে ‘বিগ ব্যাশ’ খেলার সময় এক টেলিভিশন সঞ্চালিকাকে প্রস্তাব দিয়েছিলেন ক্যারিবিয়ান টি-২০ সর্দার। সেই জল গড়িয়েছিল বহুদূর। সমালোচনার বানে বিদ্ধ হতে হয়। কিন্তু গেইল তো থেমে থাকার পাত্র নন।
সেই টেলিভিশন সঞ্চালিকা অবশ্য বিতর্ক বেশিদূর এগিয়ে নিয়ে যেতে চাননি। গেইলকে অব্যাহতি দিয়ে তিনি সরে যান। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন শিরোনাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ