চাঁদপুরে কোহিনুর বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের রহমতপুর আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাওনা টাকা দেওয়ার কথা বলে নয়ন নামে এক ব্যক্তি কোহিনুরকে ডেকে নিয়ে যায়। এর কিছুসময় পর স্থানীয় একটি বাড়িতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের স্বজনরা জানান, লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে নয়ন তাকে হত্যা করেছে।
এদিকে অভিযুক্ত নয়ন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী বলেও দাবি নিহতের পরিবারের।
পোস্টটি যতজন পড়েছেন : 155