জেলা শহরের নতুন কোর্টপাড়া এলাকা থেকে মিনা বেগম (৪৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোফাজ্জেল হোসেনের বাড়ি থেকে শুক্রবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মিনা বেগম যশোরের চৌগাছা উপজেলার মিজানুর রহমানের স্ত্রী। ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কাঞ্জিলাল জানান, জেলা শহরের নতুন কোর্ট পাড়ার মোফাজ্জেল হোসেনের বাড়িতে কাঠমিস্ত্রী মিজানুর পরিবার নিয়ে ভাড়া ছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিনা বেগমের লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। তবে মৃতের গলায় শ্বাসরোধ ও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।