১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুলিস্তানে বাসে আগুন

রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

আজ রোববার বেলা ২টা ৫০ মিনিটে ‘ভিক্টর ক্লাসিক’ নামের বাসটিতে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য জানান।

 

শাহজাহান সিকদার বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পুলিশ নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহায়তা দেয় বলে জানান শাহজাহান সিকদার।

 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি আজ সকাল ছয়টায় শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত। এই কর্মসূচির মধ্যে গুলিস্তানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ