১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গুপ্তচরগিরি করবে ‘আরশোলা’

মার্কিন সেনা পড়েছে মহা আতান্তরে। কারণ, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের কাছে পাকা খবর রয়েছে, মার্কিন সেনার অন্দরে ঢুকে পড়তে পারে রাশিয়ার তৈরি নয়া রোবো-স্পাই। যে সে স্পাই(গুপ্তচর) নয়, নয়া রোবো স্পাই দেখতে অবিকল আরশোলার মত।

শুনতে অনেকটা জেমস বন্ড সিরিজের মত হলেও রাশিয়ান সেনা এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই ধরনের রোবটদের বলা হয়- “ইনসেক্ট বটস”। ২১ শতকে গোয়েন্দাগিরি চালাতে ড্রোন বা পাহাড়-প্রমাণ দেখতে রোবট নয়, রাশিয়ান সেনা তৈরি করে ফেলেছে মাত্র ৪ ইঞ্চির নয়া ‘মেকানিকাল বাগস’।

রাশিয়ান মিলিটারি সূত্রে খবর, কান্ট বিশ্ববিদ্যালয়ের দুই ইঞ্জিনিয়ার ড্যানিল বরচেভকিন ও আলেস্কি বেলোসভ বানিয়েছেন এই নয়া গুপ্তচর। এই দুই ইঞ্জিনিয়ার এখন মেতে রয়েছেন নয়া রোবটকে ‘ক্যামোফ্লাজ’-এ সক্ষম করে তুলতে।

এক একটি আরশোলার মত দেখতে এই রোবটের শরীরের লাগানো রয়েছে শক্তিশালী সেন্সর। সামনে কোনও বাধা পড়লেই সেন্সর মারফৎ তা জানতে পেরে পথ বদলে ফেলতে সক্ষম এই রোবটগুলি। রোবটগুলি নিয়ন্ত্রণ করা যাবে রিমোটের সাহায্যে। আপাতত ‘প্রোটোটাইপ’ হিসেবে তৈরি করা হলেও এবার রাশিয়ান সেনা সেগুলি সরাসরি যুদ্ধের কার্যকরী হিসেবে ব্যবহার করতে চাইছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ