ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি’র গুইমারা থেকে মোঃ লোকমান হোসেন (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাক্তারটিলা এলাকা থেকে আকে আটক করা। আটককৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার মেম্বারপাড়া এলাকার মোঃ নুর কবিরের ছেলে। সে পেশায় একজন মোটর সাইকেল চালক বলে জানা গেছে।
জানাযায়, মোঃ লোকমান হোসেন ইয়াবা ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় যুব সমাজ ধ্বংসের হাতিয়ার মরণ নেশা ইয়াবা সরবরাহ করে আসছিল। সোমবার রাতে ডাক্তারটিলা এলাকায় ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গুইমারা সাবজোন কমান্ডার লেঃ আব্দুর রহমানের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালিয়ে ৩৯পিচ ইয়াবা সহ তাকে আটক করে। পরে তাকে গুইমারা থানা পুলিশে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে এলাকার আইন-শৃংখলা রক্ষা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে তাদের এ অভিযান অব্যহত থাকবে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৯-এর (ক) ধারায় মামলা হয়েছে। গুইমারা থানায় মামলা নং-২, তারিখ-০৮/০৩/১৬ইং।
তবে সচেতন মহল বলছেন, এসব মাদকদ্রব্য পাঁচারকারী ও ব্যবসায়ীদের কালেভদ্রে আটক করা সম্ভব হলেও আইনের ফাঁক দিয়ে তারা খুব অল্প সময়ের মধ্যেই বের হয়ে আসে এবং পুনরায় এ ব্যবসা শুরু করে। তাই যুব সমাজ ধ্বংসকারী এসব মাদকদ্রব্যের হোতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা।