[english_date]

গাড়ি শিল্পে অ্যাপেলের যোগ

এবার কি তবে ফোন ছেড়ে গাড়ি? অ্যাপেলের নতুন গাড়ি প্রকল্প নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ওয়াকিবহাল মহলে। নতুনকরে গাড়ি শিল্পে অ্যাপেলের যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনায় ইন্ধন দিয়েছে ওয়ালস্ট্রিট জার্নালের এক লেখা। সেখানে দাবি করা হয়েছে, এবার গাড়ি শিল্পে ঝুঁকছে অ্যাপেল। তারা তৈরি করতে চলেছে বৈদ্যুতিক গাড়ি। তবে সেই গাড়ি স্বয়ংক্রিয় হবে কি না এখনও সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

সূত্রের খবর, অ্যাপেল ‘টিটান’ কোড নামে একটি নতুন প্রকল্প শুরু করেছে। যার উদ্দেশ্য ২০১৯ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি তৈরি করা। এই উদ্দেশেই অ্যাপেল বেশ কিছু বিশিষ্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছে বলে খবর। গাড়ি শিল্পের বিখ্যাত এলন মুসককেও অ্যাপেলে সই করানো নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ