রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশনে আগুন লাগার মত বড় দুটি বিপর্যয়কে পাশ কাটিয়ে আবারো সফলতা পেয়েছে দেশের গার্মেন্টস সেক্টর। ২০১৫ সালে রেকর্ড পরিমাণে রফতানি আয় এসেছে এই সেক্টর থেকে।
জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দেশের গার্মেন্টস সেক্টরে আয় হয়েছে ২৬.২৬ বিলিয়ন মার্কিন ডলার। এটি যে কোন সময়ের জন্য সর্বোচ্চ আয়ের রেকর্ড। ২০১৪ সালে এই সেক্টর থেকে রফতানি আয় ছিল ২৪.৫৩ বিলিয়ন মার্কিন ডলার।
রিপোর্ট অনুসারে এ বছর অক্টোবর ও নভেম্বর মাসে দ্রুত বৃদ্ধি পায় গার্মেন্টস সেক্টরের আয়। জানুয়ারি থেকে মোট আয়ের ১৮.৪০ ভাগ আসে অক্টোবর মাসে এবং ১৪.৭৪ ভাগ আয় হয় নভেম্বরে। তাই ২০১৬ সালে আরো আয়ের আশা করছে গার্মেন্টস মালিকরা।
তিনটি ক্ষেত্রকে সামনে রেখে সামনের বছর নিয়ে বেশ আশাবাদি গার্মেন্টস মালিকরা- চীনের থেকে বাংলাদেশে গার্মেন্টস ব্যবসা স্থানান্তর, কম খরচে উৎপাদনসহ ক্রেতা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃনির্মাণ এবং তুলার দাম হ্রাস। এ ছাড়াও দেশে ব্যবসা করার মত সুষ্ঠ পরিবেশও সাহায্য করছে বলে মনে করছেন গার্মেন্টস মালিকরা।
























