সুরেশ রায়না ব্যাট হাতে ক্রিজে ঝড় তুলতে পারেন সেকথা সবাই জানেন৷ কিন্তু তিনি যে, সুরেলা আওয়াজেও সঙ্গীতপ্রেমীদের মন জয় করতে পারেন, তা অনেকেরই জানা ছিল না৷ সম্প্রতি ‘মীরুথিয়া গ্যাংস্টার’ ছবির জন্য ‘তু মিলা সব মিলা’ বলে একটি রোম্যান্টিক সফট নাম্বার গেয়েছেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটসম্যান৷ ইতিমধ্যে গানের সেই ভিডিও ইউটিউবে হৈ-চৈ ফেলে দিয়েছে৷
জিশান কোয়াদরির আসন্ন ছবিতে এই গানটি থাকছে৷ ব্যাট ছেড়ে মাইক্রোফোন ধরার গল্প শোনালেন স্বয়ং রায়না নিজেই৷ তিনি বলছেন,‘ আমার স্ত্রী প্রিয়াঙ্কার জন্যই এই গানটা গাইলাম৷ ওই আমাকে গান গাওয়ার জন্য রাজি করিয়েছিল৷ আমার জীবনে এখন ওর কথাই সবার উপরে৷’ রায়না আরও বলছেন যে গান গাওয়া তাঁর একটা হবি৷ তিনি জানালেন,‘ আমি ভাবতে পারিনি আমার গানটা এত জনপ্রিয় হবে৷ আমার ভাই নরেশ গান-বাজনা করে৷ আমার এটা হবি বলতে পারেন৷ আমার বন্ধু আমাকে গাওয়ার প্রস্তাব দিয়েছিল৷ তারপর প্রিয়াঙ্কাও বলল গাইতে৷’ যদিও গানটাকে বিকল্প কেরিয়ার হিসেবে এখনই নিতে চাইছেন না রায়না৷
টিম ইন্ডিয়ায় রায়না ছাড়াও আরও অনেকেরই ক্রিকেট ছাড়াও অনান্য বিষয়ের উপর ভালোবাসা রয়েছে৷ সে প্রসঙ্গে রায়না বলছে,‘ আমাদের টিমে সবারই কিছু না কিছু ট্যালেন্ট আছে৷ কেউ রান্না করতে ভালোবাসে, কেউ শপিং করে তো কেউ প্যারা গ্লাইডিং৷ ধোনি ভাই যেমন আর্মি৷ অন্যদিকে বিরাট গাড়ি পাগল, শিখর আবার বাঁশি বাজায়৷ ফলে ক্রিকেটের বাইরে চাপ কাটানোর জন্য অনেকেই এসব করে থাকে৷’