
আলিয়া-শাহিদের ‘গুলাব’ জ্বরে যখন ভুগছে সোশ্যাল মিডিয়া সেই সময় মুক্তি পেল ‘শানদার’-এর টাইটেল ট্র্যাক ‘এ সাম শানদার। সম্প্রতি নিজের ট্যুইটার ওয়ালে গানটির ভিডিও পোস্ট করেছেন শাহিদ কাপুর।
কমেডি বেস লাভস্টোরি ‘শানদার’। ডেসটিনেশন অফ ম্যারেজ নিয়ে এগিয়েছে গল্পের কাহিনি। এই ছবিতে ওয়েডিং প্ল্যানার জগজিন্দর যোগিন্দরের ভূমিকায় অভিনয় করছেন শাহিদ। ছবিতে আলিয়ার চরিত্রের নামও আলিয়া। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর ‘শানদার’-এ দ্বিতীয় বার বিকিনিতে দেখা যাবে আলিয়ারকে। এছাড়া এই ছবিতে প্রথম বাবা পঙ্কজ কপুরের সঙ্গে অভিনয় করছেন শাহিদ।
বিকাশ বহেল পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে ২২ সে অক্টোবর। হায়দরের সাফল্যের পর শাহিদের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। কাজেই শাহিদের কেরিয়ারের সেরা সময়ে মুক্তি পাচ্ছে ‘শানদার’।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৭