গাজীপুরের কোনাবাড়ী আমবাগে সিগারেটের আগুন থেকে ছয়টি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫-২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৩ টার দিকে আমবাগ এলাকার মোতালেব হোসেনের জুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন পার্শ্ববর্তী আবদুল করিম, আবদুর হালিম, মোশারফ হোসেন, শহীদ ও রেজাউল হকের টিনশেটের জুটের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে রাত ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।