৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে চেকপোস্টে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

আর্থনিউজ২৪: সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে কাভার্ডভ্যানের চাপায় মাওনা হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

গাজীপুরের শ্রীপুর চেকপোস্টে দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম রুহুল আমীন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ সময় এমসি বাজারে মাওনা হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত কনস্টেবল কাভার্ডভ্যান থামাতে ইশারা করলে ভ্যানটি তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ