১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছে ৪ লাখের বেশি ফিলিস্তিনি

গাজায় ৪ লাখ ১৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ব্যক্তি বর্তমানে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডাব্লুএ) স্কুল ভবনে আশ্রয় নিয়েছে। রোববার (১ ডিসেম্বর) সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ একটি স্কুলে আশ্রয় নেওয়া নারীদের কথা পোস্ট করেছে।
ক্লান্তি প্রকাশ করে আয়েশা নামের একজন বলেন, এ জায়গা শিক্ষার জন্য, বসবাসের জন্য নয়।
তিনি বলেন, আমরা যে স্বাস্থ্য পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক অবস্থা, খাদ্য ও পানি সুরক্ষিত করার সংগ্রামে আমরা প্রচণ্ড ভুগছি। কোনো সহায়তা নেই, কোনো সহায়তা নেই।
জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, কয়েক লাখ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খুব খারাপ পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় ৪৪,৪০০ মানুষ নিহত এবং ১ লাখ ৫ হাজারেরও বেশি আহত হয়। এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে।
গাজায় গণহত্যার দ্বিতীয় বছরে ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ থেকে শুরু করে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসও ইসরায়েলি বর্বরতার নিন্দা করে আসছে।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ