[english_date]

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তুরস্কে রোববার (১৩ এপ্রিল) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের বেয়াজিত স্কয়ারে বিক্ষোভ মিছিলের জন্য শত শত লোক জড়ো হয়। তুরস্কের বেসরকারি সংস্থা আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেয়।

রোববার স্থানীয় সময় দুপুর ২টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনি পতাকা নেড়ে ‘খুনি ইসরাইল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ স্লোগান দিয়ে ইয়েনিসেরির রাস্তা ধরে মিছিল করে।

পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের (এএনএফআইডিএপি) সদস্যরা আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে।

আঙ্কারার তুগবা আলতিনোক কুকুরম্বার সেন্ট্রাল মসজিদের সামনে জড়ো হয়ে তারা ‘শিশু-হত্যাকারী ইসরাইল’ এবং ‘গাজায় মানুষ মারা যাচ্ছে, বিশ্বব্যাপী মানবতা মরছে’ লেখা ব্যানারে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ