[english_date]

গলা কেটে হত্যা

রাজধানীর রায়েরবাগ এলাকায় বাসায় ঢুকে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জাফর (৪৫)।
সোমবার ভোরে মিরাজ নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা সেহরির পর নামাযের জন্য বের হন। এসময় বাসার তিনতলার সিঁড়ির কাছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তার বাবা দীর্ঘ ১৪ বছর সিঙ্গাপুরর ছিলেন। দেশে এসে গত তিন চার বছর ছোটো খাটো ব্যবসা করতেন। কারো সঙ্গে শত্রুতা ছিল না।

নিহতের বড় ভাই সিদ্দিকুর রহমান জানান, তার ভাই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। কদমতলী থানা পুলিশ নাশকতার মামলায় দুইবার তাকে গ্রেপ্তার করেছিল। তিনি জামিনে মুক্তি পান। তবে কী কারণে কারা হত্যা করেছে সে ব্যাপারে তিনিও কিছু বলতে পারেননি। নিহত জাফর চাঁদপুরের হাজিগঞ্জের হানিফ খলিফার ছেলে। বর্তমানে থাকতেন রায়েরবাগ মিরাজ নগরে নিজস্ব বাসায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারেননি নিহতের ছেলে সাইফুল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ