২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গর্ভাবস্থায় প্যারাসিটামল পুত্র সন্তানের বিপদ হতে পারে

গর্ভবতী অবস্থায় প্যারাসিটামল খেলে ক্ষতি হবে পুত্র সন্তানের । এমনটা বলেছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক । কিন্তু এর চেয়েও বড় আশ্চর্যের খবর হল, কন্যা সন্তানের উপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না এই ওষুধ । প্রভাব ফেলবে কেবল পুত্র সন্তানের উপরই । জন্ম নেওয়া পুত্র সন্তানের প্রজনন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে । তাই বিজ্ঞানীরা সর্তকবার্তা পাঠিয়েছেন গর্ভবতী মহিলাদের, “গর্ভাবস্থায় প্যারাসিটামল নয় ।”

গর্ভবতীদের ব্যথা কমাতে প্যারাসিটামলকেই নিরাপদ ওষুধ হিসেবে এতকাল গণ্য করা হয়েছে । সামান্য জ্বর হলেই প্যারাসিটামল খাওয়া অভ্যেসকে এবার ত্যাগ করতে হবে । ক্ষতির মুখে পড়ে যাবে পুত্রসন্তান ।

বিজ্ঞানীরা বলেছেন, গর্ভবতীদের জন্য কম ডোজ়ের ও কম সময়ের জন্য কোনও প্যারাসিটামল সেবন যুক্তিযুক্ত । কিন্তু বেশিদিন ধরে সেই ওষুধ খেলে গর্ভের বাড়ন্ত পুত্র সন্তানের মারাত্মক ক্ষতি হতে পারে । কিন্তু জ্বর হলে যে প্যারাসিটামল খেতেই হবে । সেক্ষেত্রে জ্বর যাতে না নয়, সেদিকেই আপাতত খেয়াল রাখতে বলেছেন বিজ্ঞানীরা ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ