[english_date]

গরিলাস বিতর্কে জড়িয়েছে গুগল

তাদের ফটো অ্যাপের মাধ্যমে এক কৃষ্ণাঙ্গের অ্যালবামে গরিলাস শব্দটি ট্যাগ করা নিয়ে বিতর্কে জড়িয়েছে গুগল৷ কয়েকদিন আগেই ‘গুগল ফটোস’ নামে একটি অ্যাপ্লিকেশন আনে গুগল৷ এখানে ছবি ও ভিডিও জমিয়ে রাখা যায়৷ আর কেউ তাদের অ্যালবামে কোনও ছবি দিলে তা কোনও একটি ক্যাটাগরিতে ফেলে ট্যাগ করে এই অ্যাপ্লিকেশনটি৷ যার মধ্যে রয়েছে ফুড, ল্যান্ডস্কেপ সহ বেশ কয়েকটি ক্যাটাগরি৷ কয়েকদিন আগেই এর সঙ্গে বন্য প্রাণীদেরও যুক্ত করা হয়৷

কিন্তু, ঘটনাচক্রে মানুষের ছবি সঙ্গে মিশে যাচ্ছিল সেই ছবিগুলি৷ তার ফলেই বাধে বিপত্তি৷ অ্যালবাম ঘাটতে গিয়ে চমকে যান এক আফ্রিকান-আমেরিকান ব্যক্তি৷ সেখানেই তিনি দেখতে পান তাঁর এবং এক বান্ধবীর ছবির অ্যালবামের নাম পাল্টে গিয়েছে৷ অ্যালবামের উপর লেখা ‘গরিলাস’৷ এরপরই, তা ট্যুইটারে দিয়ে দেন ওই ব্যক্তি৷ পরে এই নিয়ে ক্ষমাও চায় গুগল৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ