[english_date]

গরম বাড়লে জানান দেবে বিকিনি

দ্য ইন্টারনেট অফ থিংস। নিত্য ব্যবহার্য সাগ্রীর সঙ্গে জুড়ে দিচ্ছে সেন্সরকে। যার ফলে এবার রোদের বাড়লেই এই বিকিনি জানিয়ে দেবে, ত্বকে আরও সানস্ক্রিন লাগানোর সময় হয়েছে।

নয়া বিকিনিটি আবিষ্কারের কৃতিত্ব ফ্রান্সের। যে দেশ বিকিনির জন্ম দিয়েছে। ১৪০ ইউরোয় সে দেশে বিকোচ্ছে এই বিকিনি। বিকিনির সঙ্গে ছোট্ট একটি ‘আলট্রা ভায়োলেট রে ডিটেক্টর’ লাগানো রয়েছে। যা একটি স্মার্টফোনের সঙ্গে জুড়ে দিলেই এই বিকিনি জানান দেবে, সূর্যরশ্মি ঠেকাতে  আপনার আরও ক্রিম এখনই লাগাতে হবে। এখানেই শেষ নয়, গরম চড়চড়িয়ে বাড়তে থাকলে এই বিকিনির ‘ভ্যালেন্টাইন’ অপশন ব্যবহারকারীর বয়ফ্রেন্ডকেও জানিয়ে দেবে সানস্ক্রিন লাগানোর কথা। প্রয়োজন পড়লে অনলাইনে ম্যানুয়াল পাঠাবে বয়ফ্রেন্ডের স্মার্টফোনে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ