[english_date]

গফরগাঁও উপজেলায় ৩০ টাকার জন্য হত্যা

জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার পুলেরঘাট বাজারে পাওনা ৩০ টাকা চাওয়ার মতো তুচ্ছ ঘটনায় একজনকে হত্যা করা হয়েছে। বাজারের ইজারাদারের সহকারী গোলাম মোস্তফার (৪৫) এলোপাথাড়ি কিল, ঘুষিতে নিহত ওই কৃষকের নাম জয়নাল আবেদীন (৭০)। শুক্রবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার সময় পুলেরঘাট বাজারে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ওসি শাহিন উজ্জামান খান জানান, রাত সাড়ে ৭টার সময় টাংগাব ইউনিয়নের নামা বাইস্যা গ্রামের কৃষক জয়নাল আবেদীন পুলেরঘাট বাজারের ইজারাদারের সহকারী গোলাম মোস্তফার কাছে পাওনা ৩০ টাকা দাবি করেন। এ নিয়ে দুই জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে গোলাম মোস্তফা কৃষক জয়নাল আবেদীনকে এলোপাথাড়ি কিল, ঘুষি মারতে থাকে। এতে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ সময় গোলাম মোস্তফা পালিয়ে যায়। গোলাম মোস্তফাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এদিকে তুচ্ছ ঘটনায় কৃষক জয়নাল আবেদীন এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ঘাতক গোলাম মোস্তফাকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ