[english_date]

গত ৭দিনে ভোটের পরিবেশ অবনতি হযেছে

গত সাতদিনে ভোটের পরিবেশ অবনতি হযেছে বলে অভিযোগ করেছে বিএনপি। রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বিকাল সাড়ে চারটার দিকে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান।

মঈন খান বলেন, গত সাত দিনে নির্বাচনী পরিবেশের আরও অবনতি হওয়ায় নির্ভয়ে নি:শঙ্কায় যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার নিশ্চয়তা চেয়েছে বিএনপি।

বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ যদি ভয়হীন বা নির্ভয়ে ভোট দিতে পারেন। ভোটাধিকারে পর সেই রেজাল্ট শিট যদি সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়। তাহলে এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং তার ফলাফল কি হবে ১৬ কোটি মানুষ দেখবে। এতে কোনো সন্দেহ নেই।’     

মঈন খান বলেন, ‘শেষ মুহূর্তে এসে নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে সে বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে এসেছি।

১০টি পর্যবেক্ষেক প্রতিষ্ঠানের বিষয়ে তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনে দেশের বাইরের প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষন করে না। দেশের বিভিন্ন সংস্থা একাজটি করেন। গত ২০-২৫ বছর বেশ কিছু প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তারা তাদের দক্ষতা ও নিরপেক্ষতার সাথে করেছে।কাজেই অতীতে যারা বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছেন, তারাই ভালো দায়িত্ব পালন করবেন।সে বিষয়ে সিইসিকে আমাদের অবস্থান জানিয়েছি।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ