১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গতবারের মতো এবারও নবমী ও দশমী আজ

 হিন্দুধর্ম মতে আজই মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী, ফিরবেন কৈলাশে। তিথির ফেরে গতবারের মতো এবারও নবমী ও দশমী আজ একইদিনে। শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। তাই ঢাকের বোলে নিনাদিত হচ্ছে-’ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন’। বহু মণ্ডপের লাউড স্পিকারে মন্দ্রিত হচ্ছে -‘নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়….

আজ চন্দ্রের নবমী তিথিতে সারাদেশে অনুষ্ঠিত হবে মহানবমী ও দশমী পূজা। বিশুদ্ধ দৃকসিদ্ধ পঞ্জিকামতে আজ তিথির প্রথমভাগে নবমী। পূর্বাহ্ন ৭-৩৩ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা আরম্ভ হবে। নানা আচারের মধ্য দিয়ে মহানবমী পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। এরপরেই সকাল ৯-৫৭ মিনিটে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন করার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোত্সব।

শুক্রবার প্রতিমা বিসর্জন। এদিন বিকালে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে বিজয়ার শোভাযাত্রা বের হবে। এই শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদোত্সব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ