চট্টগ্রামে ফল খারাপ হওয়ার আশংকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক এইচএসসি পরীক্ষার্থী।
ওই পরীক্ষার্থীর নাম মিনহাজুর রহমান রাহি (১৮)। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে পড়তেন।
সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে নগরীর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ মসজিদের পাশে নিজ বাসায় ফাঁস দেন রাহি।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, রাহি বিজ্ঞান বিভাগের ছাত্র। রোববার গণিত পরীক্ষায় খারাপ করেন তিনি। তার বাবা মো. শাহরিয়ার ফটিকছড়ি কলেজের গণিতের শিক্ষক। তাই রাহি বিষয়টি নিয়ে খুব বিমর্ষ হয়ে পড়েন। কান্নাকাটিও করেন। যদিও তার বাবা-মা এ নিয়ে দুশ্চিন্তা না করে অন্য পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে বলেন। সোমবার ভোরে ঘুম থেকে উঠে রাহি পড়তে বসে। তার বাবা কলেজে এবং বোনদের নিয়ে মা স্কুলে যান। পরে রাহির মা বাসায় ফিরে রাহিকে ফ্যানের সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘একজন শিক্ষকের সন্তান পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’