প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার (২ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর, উপ-আঞ্চলিক যোগাযোগ ও বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার জন্য আগামী ১৭ মার্চ মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে।
সাক্ষাৎকালে মুজিববর্ষ উদযাপনে নেওয়া বিভিন্ন কর্মসূচি সংক্ষেপে তুলে ধরেন শেখ হাসিনা। প্রেস সচিব জানান, এসময় করোনাভাইরাস নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য একটি হাসপাতাল নির্দিষ্ট করে রেখেছে। কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে পাঠানো হবে।
এসময় হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রশংসা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।