ঢাকার সাভারে গণপিটুনীতে মাহফুজুর রহমান মাফু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২ জানুয়ারি রবিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অন্ধ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে থানায় নেয় পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ সায়েদ এসব তথ্য জানিয়েছেন।
মাফুর গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সাভারের পৌর এলাকার শাহীবাগ মহল্লায় সে তার পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো। পুলিশ ও স্থানীয়রা বলেন, রবিবার রাতে অন্ধ মার্কেটের সামনে হঠাৎ করে মাফুর সঙ্গে কয়েকজনের তর্ক হয়। এক পর্যায়ে সেখানে থাকা স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।